বাগেরহাটে ঐতিহ্যবাহী শিববাড়ী মন্দিরের নির্মাণ কাজ শুরু

Slider খুলনা

193450_bangladesh_pratidin_Bagerhat

বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুর গ্রামে ঐতিহ্যবাহী শিববাড়ী মন্দিরের সংস্করণ ও নির্মাণ কাজ শুরু হয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি শনিবার দুপুরে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলোক উন্মোচন করেন।

মন্দির কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ বসু, কচুয়া উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মন্দির কমিটির উপদেষ্টা বাবুল সরদার প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে এই মন্দিরের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *