ফরমাল পোশাক বাদ, ক্রোয়েট মন্ত্রীদের গায়ে বিশ্বকাপের জার্সি

Slider খেলা

091303_bangladesh_pratidin_bdp_croatia

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এতে আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে।

বাদ যায়নি দেশটির মন্ত্রিপরিষদও। ইংল্যান্ডকে হারানোর পরদিন দেশটির রাজধানী জাগরেবে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সবাই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে হাজির হন।
স্বাভাবিক ফরমাল পোশাক বাদ দিয়ে জাতীয় দলের লাল-সাদা জার্সি পরার রহস্য সম্পর্কে জানতে চাইলে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী জেদ্রাবকো ম্যারিক সাংবাদিকদের বলেন, পুরো বিশ্ব ক্রোয়েশিয়াকে নিয়ে কথা বলছে, আমাদের দেশ ও আমাদের খেলোয়াড়দের নিয়ে। এটা অবিশ্বাস্য।

প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ দারুণ ফুটবলপাগল। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা গেছে। মদ্রিচদের সমর্থন দিতে আগামীকাল ফাইনাল ম্যাচেও উপস্থিত থাকার কথা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *