নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনি আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করে সব পরিচয়পত্র ও ঘরের ছবি নিয়ে পালিয়ে গেছেন স্বামী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।