‘লর্ড কার্লাইলকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশের কোন হাত নেই’

Slider বিচিত্র

141628_bangladesh_pratidin_Obaidul-Quader

বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারত থেকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় আগামী কোরবানির ঈদের সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।
তিনি আরো বলেন, তিন সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এখানে সরকারের কোনো ভিন্ন ভূমিকা থাকবে না।

মন্ত্রী বলেন, আগামী কোরবানীর ঈদে সড়কে যাত্রা স্বস্তিদায়ক হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোরলেনে নির্মাণাধীন ২৩ ব্রিজ দিয়ে গাড়ি চলবে বলেও মন্ত্রী জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাসেক প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিকরুল হাসান, ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *