চট্টগ্রামে আদনান খুনের ঘটনায় আরো একজন আটক

Slider

191540_bangladesh_pratidin_161436_bangladesh_pratidin_arrest

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফার (১৫) খুনের ঘটনায় জিলহাজ উদ্দিন (২২) নামে আরো এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

জিলহাজ ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট এলাকার মো. রাশেদুল আলমের ছেলে। সে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘স্কুলছাত্র আদনান খুনের মামলায় গ্রেফতার হওয়া পাঁচজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে জিলহাজকে আটক করা হয়েছে। আদনান হত্যায় অন্যতম সহকারী জিলহাজ। ’

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি চট্টগ্রাম নগরের জামালখানে দুপুরে ছুরিকাঘাতে খুন হয় কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান। পরে ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে এ ঘটনায় সরাসরি অংশ নেওয়া পাঁচ কিশোরকে আটক করে পুলিশ। আটকরা হলেন- মঈন খাঁন, সাব্বির খান, মুনতাছির মোস্তফা, এখলাছ উদ্দীন আরমান ও আবদুল্লাহ আল সাঈদ। গত ১৯ জানুয়ারি গ্রেফতারকৃত পাঁচ কিশোর আদনান হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *