জার্মানিকে সমপুর্নভাবে নিয়ন্ত্রন করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করেছেন। এই বিষয়কে ন্যাটোর জন্য খুবই বাজে ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জার্মানি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে। দেশটি আমদানিকৃত গ্যাসের ৭০ শতাংশই রাশিয়া থেকে কিনছে।
তিনি জানান, ন্যাটোর কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত অর্থ জোগান দিতেও জার্মানি ব্যর্থ হচ্ছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপকে নিন্দা করার অভিযোগ করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট।
সূত্র: দ্য টেলিগ্রাফ