শ্রীপুরে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ!

Slider রাজনীতি

-লোগো-2017-07-13-22-57-18

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবতৈনিক শিক্ষক আক্তারউজ্জামান কে পেটালেন এক ছাত্রলীগ নেতা।

১০ (জুন মঙ্গলবার) সকালে ডোয়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সচেতন মহল নিন্দার ঝড় উঠেছে । উপজেলা ছাত্রলীগ অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। জানাযায়, সকালে শিক্ষক আক্তারউজ্জামান বিদ্যালয়ে আসেন । অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো: নাদিম মাহমুদ বিদ্যালয়ে এসে আক্তারউজ্জামানকে রাস্তায় ডেঁকে নেয় এবং বলে তুই আমার মায়ের কাছে বলছিলে আমি কিসের নেতা এ বলেই লাঁকড়ির লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে। পাশের দোকানের লোকজন এগিয়ে এসে ছাত্রলীগ নেতার নির্যাতনের থেকে আক্তারউজ্জামানকে উদ্ধার করেন। ডোয়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার জানান, আকতার উজ্জামান টিউশনি করেন, কখনো কোন শিক্ষক ছুটিতে গেলে বিদ্যালয়ে অবৈতনিকভাবে পাঠদান করে থাকে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাহজাহান সরকার জানান, বিষয়টি আমি জেনেছি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু জানান, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ,অভিযুক্তের ছাত্রলীগের সহ-সম্পাদক মো: নাদিম মাহমুদ বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে । অভিযুক্ত নাদিম মাহমুদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে কথা বলব বলে লাইন কেটে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *