বিরোধী আন্দোলন দমন করতেই সরকার জানুয়ারিতে সিটি করপোরেশন নির্বাচনের জন্য কৌশল গ্রহণ করেছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাদের এ কৌশল সফল হবে না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামকে দেখে বেরিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ গত ৫ জানুয়ারি একটি প্রহসনমূলক নির্বাচন জাতিকে উপহার দিয়েছে। আর ওই নির্বাচনকে বৈধতা দিতে তারা সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মূলত গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতেই সরকার সিটি করপোরেশন নির্বাচন দিতে চাচ্ছে। তবে নির্বাচনকে জনগণ আন্দোলনের আরেকটি অংশ হিসেবে বেছে নিবে।’
বিএনপি কি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে- এই প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি, সিদ্ধান্ত নেয়া হলে আপনাদেরকে জানানো হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আরো এক মামলা দায়ের করা হয়েছে- এ বিষয়ে মির্জা আলমগীরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনে সরকার ভীতু হয়ে পড়েছে। এই কারণে সরকার বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মামলা দিয়ে দমন করার অপচেষ্টা করছে।’
ইউরোপীয় ইউনিয়ন সরকারের কাছে জানতে চেয়েছে সংসদে বিরোধী দলের ভূমিকা কী? এই বিষয়ে বাংলাদেশ সরকার বলেছে, বিরোধী দল তার যথাযতভাবে ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সংসদে কোনো বিরোধী দল নেই। এই সংসদ একদলীয় সংসদ, যেখানে সরকার ও বিরোধী একদলে পরিণত হয়েছে।’
এসময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।