পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং দেশটির বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান জঙ্গিদের টার্গেটে রয়েছেন বলে জানিয়েছে দেশটির ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি। আগামী ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগেই জঙ্গিরা তার উপর হামলা চালাতে পারে সতর্কবার্তা দিয়েছে ওই সংস্থাটি।
ওই অথরিটি আরও জানায়, শুধু ইমরান খান নন, এই তালিকায় আরও আছেন আওয়ামী ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট আফসান্দার ওয়ালি, কুয়ামি ওয়াতান পার্টির আফতাব আহমেদ খান শেরপাও, জমিয়ত উলেমা-ই-ইসলামের নেতা আক্রমণ দুররানি ও এএনপি নেতা আমির হায়দার হোতি।
এছাড়া লস্কর-ই-তাইয়্যেবার শীর্ষনেতা হাফিজ সাঈদের ছেলে তালহা সাঈদও জঙ্গিদের হিট লিস্টে রয়েছে বলে জানানো হয়েছে। আল্লাহ-ও-আকবর তেহরিক পার্টির টিকিটে ভোটে লড়ছেন এই তালহা সাঈদ। পিপিপি ও পিএমএলএন-এর নেতাদেরও তালিকায় রাখা হয়েছে।
পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ‘ডন’-এর রিপোর্ট অনুযায়ী, যাদের এই হিট লিস্টে নাম রয়েছে তাদেরসহ সব রাজনৈতিক দলের শীর্ষনেতাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ওই অথরিটি।