মালয়েশিয়ায় রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা উপহার হিসেবে শুধু ফুল ও খাবার নিতে পারবেন। অন্য কোনো উপহার নিতে পারবেন না তারা।এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও তাদেরকে অনুমতি নিতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এ কথা বলেছেন।
সোমবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহাথির বলেছেন, একটি ক্রেস্ট গ্রহণ করতেও রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অনুমতি নিতে হবে। যদি তাদেরকে মার্সিডিজ গাড়ি উপহার দেওয়া হয়, তবে তা অবশ্যই ফেরত দিতে হবে।
তিনি বলেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা।প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং রাজনৈতিক সচিবদেরও সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে।