তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জন্য ১০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব আম নিয়ে তুরস্ক গেছেন পরিকল্পনামন্ত্রী আ. হ. ম মুস্তাফা কামাল।
সোমবার সকাল ৬টায় আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আজই বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের পুননির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যোগ দেবেন।
গাজী তৌহিদুল ইসলাম জানান, তুরস্কের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতেই পরিকল্পনামন্ত্রী তুরস্ক গিয়েছেন। সঙ্গে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার জন্য উপহার হিসাবে বাংলাদেশের মৌসুমী ফল ১০০ কেজি আম নিয়ে গেছেন।