মেডিক্যাল পরীক্ষায় কলাম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজের ডান পায়ের পেশিতে ইনজুরি ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
এক বিবৃতিতে মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছে রদ্রিগেজের ডান পায়ের কাফ পেশিতে গ্রেড ওয়ান মাত্রার ইনজুরি ধরা পড়েছে। যদিও এখনো নিশ্চিত করে জানানো হয়নি এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সাধারণত কত দিন সময় লাগে। শনিবার সেলটা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে ২৩ বছর বয়সী কলাম্বিয়ান এই মিডফিল্ডার ইনজুরিতে পড়েন। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাদ্রিদ লুডোগোরেটসের মুখোমুখি হবে। আর শুক্রবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামবে। এর পর পরই ১৬ ডিসেম্বর থেকে ক্লাব বিশ্বকাপের খেলা শুরু করবে গ্যালাকটিকোরা। এবারের গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে সবগুলো ম্যাচে অর্থাৎ ২৪টি ম্যাচেই তিনি মাঠে নেমেছেন, গোল করেছেন ৯টি।