জাতীয় পুরস্কার থেকে ১৯ বার বঞ্চিত হয়েছি : ফারুক

Slider বিনোদন ও মিডিয়া

untitled-1_2772

এবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ তে আজীবন সম্মাননা পেয়েছ চিত্রনায়ক ফারুক। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পুরস্কার বিতরণের আসরে প্রধানমন্ত্রী শেষ হাসিনার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন তিনি। ফারুকের সাথে যৌথভাবে আজীবন সম্মাননা পান অভিনেত্রী ববিতা।

সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রীকে সামনে রেখে আনুষ্ঠানিক বক্তব্যে ফারুক শোনান বঙ্গবন্ধুর কথা। সেই সঙ্গে বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে পুরস্কার থেকে বঞ্চিত হওয়ার কথাও জানান তিনি।

এ সময় ফারুক বলেন, ‘এই জীবনে আমি ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত হয়েছি! কারণ আমি সবসময় বঙ্গবন্ধুর কথা বলি। আমিও স্পষ্ট বলেছি, যদি পুরস্কার না পাওয়ার পেছনে এটাই মূল কারণ হয়- তো আমি তার কথা বারবার বলবো, পুরস্কার চাই না।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসরে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, ‘আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হয়। সবসময় তো দেখতে পারি না, তবে বিমানে যাতায়াতের সময় সিনেমা দেখি। ওই একটাই সুযোগ, নিরিবিলি দেখি। এর বাইরে তো সময় পাই না। সারাদিন মিটিং আর ফাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়।’

তিনি আরো বলেছেন, ‘চলচ্চিত্র মানুষের জীবনের প্রতিচ্ছবি। এর মাধ্যমে সমাজে অনেক বক্তব্য পৌঁছানো যায়। দেশ ও সমাজের ভালোর জন্য অনেক ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। একটা সময় সিনেমা দেখা বন্ধই হয়ে গিয়েছিল। এখন মানুষ আবারও সিনেমা দেখছে। এটা আনন্দের খবর।’

রোববার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা কাজের জন্য ২৫টি বিভাগে মোট ৩১জন বিজয়ীর হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন তিনি। এ সময় তার দুই পাশে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *