রোহিতের শতরান, ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ ভারতের

Slider খেলা

053049_bangladesh_pratidin_rohit

রোহিত শর্মার জোড়া মাইলস্টোন ছোঁয়ার দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দখল নিল ভারত। ম্যাঞ্চেস্টারে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ৮ উইকেটে জিতেছিল ভারত।

কার্ডিফে দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। ব্রিস্টলের নির্নায়ক ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে যায় বিরাট কোহলিরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। জবাবে ভারত ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০১ রান তুলে ম্যাচ জিতে নেয়। দুরন্ত শতরান করেন রোহিত।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতের এটি তৃতীয় শতরান। ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০’তে তিনটি সেঞ্চুরি করেন তিনি। এই নিরিখে হিটম্যান ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের কলিন মুনরোকে।

রোহিত শর্মা ৫৬ বলে ১০০ রান করে অপরাজিত থেকে যান।

তিনি ১১টি চার ও ৫টি ছক্কা মারেন। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দু’হাজার রানের মাইলস্টোনও টপকে যান রোহিত।
হার্দিক ব্যাটে-বলে সফল হলেও ম্যাচের সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন হিটম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *