মারা গেছে সেই বিড়াল। দুই মাথা ও তিনটি নীল চোখ বিখ্যাত করেছিল তাকে। আদর করে নাম রাখা হয়েছিল ফ্র্যাঙ্কেনলুই। দ্য টেলিগ্রাম অব ওয়রসেস্টর জানাচ্ছেন ১৫ বছর বয়সে মারা গেছে ফ্র্যাঙ্কেনলুই।
বৃহস্পতিবার নর্থ গ্রাফটনের টাফ্ট ইউনিভার্সিটির কামিংস স্কুল অফ ভেটেরনিটিতে মৃত্যু হয়েছে ফ্র্যাঙ্কেনলুইয়ের। বিড়ালটির মালিক মার্টি স্টিভেনস জানিয়েছেন ক্যান্সারে ভুগছিল সে। জানাস ক্যাট প্রজাতির মধ্যে সব থেকে বেশিদিন বাঁচার জন্য ২০১২ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে ফ্র্যাঙ্কেনলুইয়ের। দুই মুখযুক্ত রোমান গডের নামানুসারে এই প্রজাতির নাম রাখ হয়েছে জানাস ক্যাট।
জানাস ক্যাটরা সাধারণত স্বল্পায়ু হয়। কনজেনিটাল খুঁত থাকার কারণে বেশিরভাগ সময়ই বেশি দিন বাঁচে না তারা।