জঙ্গিদের মতো কোটা আন্দোলনে ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে: ঢাবি ভিসি

Slider শিক্ষা

225543_bangladesh_pratidin_bdp_aktar

জঙ্গিদের মতো শেষ অস্ত্র হিসেবে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আখতারুজ্জামান।

রবিবার নিজ কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও প্রক্টর ড. গোলাম রব্বানী।
উপাচার্য বলেন, ‘তালেবান নেতা মোল্লা ওমর ও ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা পাঠানো হচ্ছে। জঙ্গিরা যেভাবে শেষ অস্ত্র হিসেবে নারীদের ব্যবহার করে, সেভাবে কোটা আন্দোলনেও ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে। ’

এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন কোটা আন্দোলনের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কি-না? জবাবে উপাচার্য বলেন, ‘কোনো সংগঠন আছে কি-না জানি না। কিন্তু ফেসবুকে যে ভিডিও দেখেছি, সে ভিডিও জঙ্গিদের ধরনের। সেখানে মৃত্যুকে আলিঙ্গন করার কথা বলা হয়েছে। এসব দেখে মনে হয়েছে অশুভ কোনো শক্তির তৎপরতা রয়েছে। ’

অশুভ শক্তির তৎপরতায় ক্লাস-পরীক্ষা বর্জন চলছে এমন মন্তব্য করে তার প্রমাণ হিসেবে ড. আখতারুজ্জামান বলেন, ‘লন্ডন থেকে ফোন করে তাদের এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *