নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবি উপাচার্যকে স্মারকলিপি

Slider শিক্ষা

205553_bangladesh_pratidin_bdp_cu

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংকট নিরসন ও ক্যাম্পাসে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রগতিশীল ছাত্র জোট।

রবিবার দুপুরে উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

অন্যদিকে প্রগতিশীল ছাত্র জোট চট্টগ্রাম শাখার পক্ষে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি আবিদ খন্দকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মির্জা ফখরুল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সৈয়দা আইরিন সুলতানা।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে শাটল ট্রেনের বগি বাড়িয়ে ও ছাত্রবাস চালু করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসন করতে হবে, গবেষণা খাতে বরাদ্ধ বাড়াতে হবে, নতুন হলগুলো দ্রুত খুলে দিতে হবে এবং আবাসন সংকট নিরসন করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সংগঠিত হামলা ও হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সারাদেশে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর হামলা বিচার করতে হবে এবং কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *