থাইল্যান্ডের গভীরতম গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলারদের মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে ডুবুরিরা। যদিও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রথমে ৬ জনের কথা বলা হলেও পরে ৪ জনের কথা জানিয়েছে।
উদ্ধারকারী দলের প্রধান নারংসাক অসত্যানাকর্ন বলেন, আমরা আজ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপদে উদ্ধারের পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রবিবার অভিযানে নামে ডুবুরিরা। গত ২৩ জুন গুহায় ঢুকে আটকা পড়ে তারা।
আবহাওয়া অনুকূলে আসায় ও গুহার ভেতরে পানির স্তর কমতে থাকায় থাইল্যান্ডের চিয়াং রাইয়ের গভর্নর নারুংসাক ওস্তানাকর্ন রবিবার সকালে অভিযান শুরুর ঘোষণা দেন। উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরিদের মধ্যে ৫ জন থাইল্যান্ডের এবং ১৩ জন বিদেশি ডুবুরি রয়েছেন। সবাই বের করে আনতে দুই থেকে চার দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু আবহাওয়া ও গুহার ভেতরে থাকা পানির মাত্রার ওপর নির্ভর করছে।