ইসরায়েলি অস্ত্র ব্যবহার করছে সৌদি আরব

Slider বিচিত্র

192651_bangladesh_pratidin_isrill_pic

ইয়েমেন আগ্রাসনে সৌদি আরব ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছে। মার্কিন কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আল-খালিজ অনলাইনকে জানিয়েছে, ইসরায়েল সৌদি বাহিনীকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং সেগুলোকে রিয়াদ ইয়েমেনের হুথি আন্দোলন নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যবহার করেছে।

সূত্র বলছে, কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি সেনারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এগুলো হচ্ছে- ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা, ধ্বংসক্ষমতা যাচাই ও মানব দেহের ওপর এসব ক্ষেপণাস্ত্রের প্রভাব কী তা খতিয়ে দেখা।

মার্কিন কংগ্রেসের ওই সূত্র বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত খবরের পরিণতি চিন্তা করে সৌদি আরব মিথ্যা বলেছে যে, তারা ইসরায়েলের নয় বরং আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি সুইস পত্রিকার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছিল, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেনার বিষয়ে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *