‘এমবাপ্পেকে এখনও অনেক কিছু শিখতে হবে’

Slider খেলা

131526_bangladesh_pratidin_bdp_embappe_2

রাশিয়া বিশ্বকাপে চমক দেখিয়েছেন ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে। নিজের প্রথম বিশ্বকাপেই আলোড়ন তুলেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আর্জোন্টনার বিপক্ষে ফ্রান্সের ৪-৩ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তবে ফরাসি কোচ দিদিয়ের দেশাম মনে করেন এমবাপ্পে নিজের খেলায় আরো উন্নতি করবে, উৎকর্ষতার চূড়ান্ত শিখড়ে পৌঁছাবে সে।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) উদীয়মান এই তারকা সম্পর্কে কোচের ভাষ্য দেশের জন্য সে দারুণ, তবে তাকে এখনো অনেক কিছু শিখতে হবে।

উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশাম বলেন, এমবাপ্পে যা করেছে তা দুর্দান্ত, তার সামর্থ্যের ওপর এখন আলোকপাত হচ্ছে। উরুগুয়েও দেখেছে সে কী করতে সক্ষম। তিনি বলেন, এমবাপ্পের এখনও অনেক কিছু শেখার আছে। এমন তরুণ বয়সেই তাকে শেখাতে হবে।

প্রসঙ্গত, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে সর্বকালের সেরা ফুটবলার পেলের কালজয়ী রেকর্ডের ভাগিদার এখন এমবাপ্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *