গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির চেষ্টা বন্ধ না হলে ডিসেম্বর মাসে হরতাল দিতে বাধ্য হবে গণসংহতি আন্দোলন। এমনটি জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক জুনায়েদ সাকী। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে গণসংহতি আন্দোলন আয়েজিত টেকনাফ থেকে মতিঝিল পদযাত্রা পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির চেষ্টা বন্ধ করতে ১৮ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
জুনায়েদ সাকী বলেন, প্রাইভেট কোম্পানির মালিকদের সুবিধা দেয়ার জন্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, অনুৎপাদনশীল খাতে গ্যাস না দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হয়েছিল কিন্তু সরকার তা মানেনি। নিজেদের দুর্নীতি ও লুটপাটের জন্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরো বলেন, এ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসে মনে করছে পুলিশ বাহিনী দিয়ে সব আদায় করে নেবে।