চূড়ান্ত পরিণতির পথে সিরিয়া, ১৫ ঘণ্টায় ৬০০ দফা বিমান হামলা

Slider সারাবিশ্ব

085940_bangladesh_pratidin_bdp_Syria

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ভয়াবহ বোমা হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার ও তার মিত্র রাশিয়া। বুধবার বিদ্রোহীদের সাথে রাশিয়ার যুদ্ধবিরতি ভেঙে গেলে দেরায় ১৫ ঘণ্টায় ৬০০ বারেরও বেশি বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে বৈরুত থেকে আলজাজিরার রিপোর্টার জেইনা খোদর জানান, এ বিমান হামলার ফলে বৃহস্পতিবার সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণ পুনর্দখলের দিকে আরও এগিয়ে গেছে। বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর লড়াই এখন চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে।

তিনি আরও জানান, সিরিয়ার সরকারি ও রাশিয়ার বিমানগুলো এখন দেরার বিদ্রোহী ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মূলত দেরার পশ্চিমাঞ্চলীয় শহর তাফাসকেই লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে রিপোর্টে জানানো হয়।

এদিকে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বার্তা সংস্থা এএফপিকে জানায়, রাতভর অভিযানে সিরিয়া ও রাশিয়া শত শত ক্ষেপণাস্ত্র ও বেআইনি অস্ত্র ব্যারেল বোমা হামলা চালায়। অভিযানটি বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে।

অন্যদিকে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, সিরীয় সরকারের অভিযানের মুখে গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার মানুষ দেরা ছেড়ে জর্দান ও ইসরাইল সীমান্তের দিকে পালিয়েছেন। এদের মধ্যে ১ লাখ ৬০ হাজার গোলান মালভূমি ও ইসরাইল সীমান্তের দিকে ছুটে গেছেন।

দেরাতে সরকারি বাহিনীর অভিযানে দুই শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *