ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জার রেকর্ড গড়েছে সাকিবরা। শুরুতে ব্যাট করে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ৪৩ রানে।
এরপর বল হাতেও দৈন্যদশা সাকিবদের। এখন পর্যন্ত তারা নিতে পেরেছে মাত্র তিনটি উইকেট। শতক পূর্ণ করে এগিয়ে চলেছেন উইন্ডিজ ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে মাত্র ৪৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে দাপট দেখিয়েছিল উইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষ করেছিল ২ উইকেটে ২০১ রান নিয়ে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর শতক পূর্ণ করেছেন ব্রেথওয়েট। শেষ খবর পাওয়া পর্যন্ত উইন্ডিজের স্কোর ২৫২/৩।