রাজশাহী গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আলীম মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আটক করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- জামায়াতের গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের আমির আয়নাল হক (৫০), একই উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম (৫৫), রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আসলাম হোসেন (৫০), পাকুরিয়া ইউনিয়নের জামায়াতকর্মী নোমান আলী (৪৫) ও গোদাগাড়ী পৌর এলাকার শিবিরকর্মী সাদিকুল ইসলাম (৩০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রাজ্জাক খান বলেন, আটকের পর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।