ইংল্যান্ড ফুটবল দলের স্ট্রাইকার ও অধিনায়ক হ্যারিকেন রাশিয়া বিশকাপে তিন ম্যাচে ইতোমধ্যে ৬টি গোল করেছেন। যার ফলে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই ফুটবল।
গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচে মাঠে নামেন হ্যারিকেন। সেই দুই ম্যাচে এক হ্যাট্রিকসহ ৫ গোলের তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বিশ্রামে থাকেন তিনি। তবে শেষ ষোলের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ষষ্ঠ গোলটি করেন হ্যারিকেন।
গোলের হিসাবে হ্যারিকেনের পরে রয়েছেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। ৪ গোল করে তিনি এখনও তার দলের সঙ্গে টুর্নামেন্টে টিকে আছেন। কিন্তু ৩ ম্যাচ খেলা এই তারকা শেষ ম্যাচে কোনো গোলের দেখা পাননি।
৪ গোল রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। তবে তার দল পর্তুগাল ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে বলে তারকা এ স্ট্রাইকারের এগিয়ে যাওয়ার আর সম্ভাবনা নেই।
৩ গোল করে চতুর্থ ও পঞ্চম অবস্থা রয়েছেন দুই রাশিয়ান আর্তেম জিউবা ও দেনিস রেচিশভ। স্পেনকে শেষ ষোলোতে হারিয়ে কোয়ার্টার জায়াগা করে নিয়েছে স্বাগতিক রাশিয়া।