আন্তর্জাতিক শিরোপার প্রয়োজন নেই, মেসিই বিশ্বসেরা : পগবা

Slider খেলা

095516pogba-20180702093945

আজকের পর থেকে আমি আগেও যেমন তার সাথে জুড়ে ছিলাম, তেমনই থাকবো। এতে কখনও কোন পরিবর্তন আসবে না। আমরা নিজেরাই জানি যে, আমরা বিশ্বের সেরা খেলোয়াড় খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। আর আমাদের এই জয় সেরার বিপক্ষেই জয়- বলছিলেন ফরাসি তারকা পল পগবা।

কাইলিয়ান এমবাপের জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনাকে হারিয়ে ৪-৩ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে উঠে গেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে গোল না পেলেও পুরো মিডফিল্ড যেন নিজের আয়ত্তেই রেখেছিল ফরাসি তারকা পল পগবা।

আর্জেন্টিনাকে বিদায় করে দিলেও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির প্রতি তার ভালবাসার কথা জানাতে ভুলেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। জাতীয় দলে আরও একটি শিরোপা জেতার সুযোগ জলাঞ্জলি দিলেও এখনো মেসিকেই বিশ্বের সেরা মানেন পগবা। তার মতে, মেসির সেরা হতে কোনও আন্তর্জাতিক শিরোপার প্রয়োজন নেই।’

‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই মেসির প্রশংসা করতে থাকেন পগবা। ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার আরও বলেন, ‘আজ থেকে প্রায় ১০ বছর আগে থেকে আমি তাকে দেখে আসছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছিও। সে-ই আমাকে ফুটবলকে ভালবাসতে শিখিয়েছে। আমি শুধু এটাই বলতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *