কিছু রেকর্ড আছে, যা পরবর্তী সময় লজ্জায় ফেলে নিজেকেই। এবারের বিশ্বকাপে এমনই এক অবাঞ্ছিত বিশ্বরেকর্ড গড়লেন রুশ ডিফেন্ডার সার্জেই ইগনাশেভিশ। গতকাল স্পেনের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
বিশ্বকাপের বয়স্কতম গোলদাতার রেকর্ড খুঁজলে পাওয়া যাবে ক্যামেরুনের রজার মিলার নাম। ১৯৯৪ সালে প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে গোল করার সময় তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ স্পেনের বিরুদ্ধে একই রকম রেকর্ড গড়েন ইগনাশেভিশ। আসলে রজার সব থেকে বেশি বয়সে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ছিলেন। ইগনাশেভিশ গড়লেন বয়স্কতম ফুটবলার হিসাবে আত্মঘাতী গোল করার রেকর্ড।
ইগনাশেভিশ ভেঙে দেন গত বিশ্বকাপে গড়া হন্ডুরাস গোলকিপার নোয়েল ভালাদারেজের বিশ্বরেকর্ড। ফ্রান্সের বিরুদ্ধে আত্মঘাতী গোল করার দিনে তার বয়স ছিল ৩৭ বছর ৪৩ দিন। স্পেনের বিরুদ্ধে নিজেদের জালে বল জড়ানোর সময় ইগনাশেভিশের বয়স ৩৮ বছর ৩৫২ দিন।
চলতি বিশ্বকাপে এই নিয়ে দুটি আত্মঘাতী গোল করে রুশরা। ১৯৬৬ সালে বুলগেরিয়ার পর রাশিয়াই একমাত্র দেশ যারা একই বিশ্বকাপে একাধিক আত্মঘাতী গোল করে।