এখন দিন পাল্টেছে। ঘরের দেয়ালের রঙই আপনার শৌখিনতার পরিচয় বহন করবে। তাই একটু কষ্ট করে হলেও দেয়ালে আনুন আপনার রুচির ছোঁয়া। কারণ ঘরের রং থেকেই মানুষের চরিত্র বুঝে ফেলা যায়।
সাদা নাকি গোলাপি! উম্ম, নাকি সবুজ! ঘরের রং নিয়ে এমন হাজারও মত মাথায় আসে সবার। কিন্তু শেষ পর্যন্ত অধিকাংশ মানুষই ঘরের দেয়ালে একদম সাদা নয়তো হালকা ক্রিম কালার করে বসে থাকেন। এটাই ছিলো এতোদিনকার সবার অভ্যাস।
বাড়িতে রং করার নির্দিষ্ট ব্যাকরণ আছে। আপনি চাইলে সেই ব্যাকরণের পথে না হেঁটে আপনার নিজস্ব স্টাইলেরও প্রয়োগ ঘটাতে পারেন। তবে সবসময়ই রং করার আগে ঘরের আয়তন, আসবাব, ফ্লোর পজিশন, জানালার অবস্থান ইত্যাদি মাথায় রেখে তারপর রং বাছাই করুন।
ঘরের জন্য সঠিক রঙটাকে বাছাই করতে পারলেই নিমেষে ঘরের ভোল বদলে যাবে। ছোট ঘরে ক্রিম বা আইসি ব্লু ব্যবহার করতে পারেন। ঘর উজ্জ্বল দেখাবে সাথে ঘরটাকেও দেখাবে স্বাভাবিকের চাইতে বড়। উজ্জ্বল এবং হালকা কালার সবসময়ই ঘর বড় দেখাতে সাহায্য করে।
আসবাবের কথা যদি ধরেন, তাহলে ঘরের রং আসবাবের সাথে মিলিয়ে করানোই ভালো। এতে ফার্নিচারের আয়তন ছোটো দেখাবে। সাথে ঘরকে মনে হবে খোলামেলা।
যদি গাঢ় রং করাতে চান তাহলেও চিন্তা ভাবনা করুন। সাধারনত গাঢ় রং করলে ঘর অন্ধকার দেখায়। তারওপর যদি ঘরে কোনো জানালা না থাকে তাহলে তো কথাই নেই। গাঢ় রং যদি করাতেই হয় তাহলে চার দেয়ালের যে কোনো এক পাশে করাতে পারেন। এক্ষেত্রে খোলামেলা অংশটা বাছাই করলেই ভালো হবে।
তবে গাঢ় রঙে ঘরে একটা গুমোট ভাব তৈরি হয়। ঘরে থাকা চাই আনন্দে আহ্লাদে। ঘরে উৎসব উৎসব ভাব আনতে উজ্জ্বল হলুদ, অকার ইয়েলো কিংবা ল্যাভেন্ডার করাতে পারেন। বাড়তি একটু খরচ হয়তো হবে। ঘরকে সুন্দর দেখানোর জন্য এতোটুকু খরচ নয়তো করলেনই।