মাত্র ২৫ বছর বয়সেই মন্ত্রীত্ব পেয়েছেন সাইদ সাদিক সাইদ আবদুল রহমান। মালয়েশিয়ার সবচেয়ে কণিষ্ঠতম মন্ত্রী সাইদ সাদিক। আজ সোমবার যুব ও ক্রীড়ামন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি।
মাত্র ২৫ বছর বয়সে মন্ত্রী পদে নিয়োগ পাওয়ায় সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন সাইদ সাদিক। পাশাপাশি নানা সমালোচনার সম্মুখীনও হচ্ছেন তিনি। একটি মন্ত্রণালয়কে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য কী না এ নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে।
সাইদ সাদিক জানান, তিনি প্রমাণ করে দেবেন তিনি এ নিয়োগ পাওয়ার যোগ্য।
জানা গেছে, রাজনীতিতে সক্রিয় থাকতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তিও প্রত্যাখান করেছিলেন সাইদ সাদিক। তার রাজনীতির গুরু ডা. মাহাথির মোহাম্মদ।
সূত্র: এশিয়া নিউজ নেটওয়ার্ক