গাসিক নির্বাচনে বিজয়ের পুরস্কার পেলেন আজমতউল্লাহ খান

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

29512859_1280960242048067_2882843741985439744_n

ঢাকা:গাজীপুরের আওয়ামী লীগ নেতা আজমতউল্লা খানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলের ক্ষমতাবলে আজমতউল্লাকে কমিটিতে নিয়োগ দেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়।

আজমত উল্ল্যা ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এর আগে তিনি দীর্ঘদিন টঙ্গী পৌরসভার মেয়র ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন আজমত উল্লা। ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমতকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেন। নির্বাচনে জাহাঙ্গীর ২ লাখের বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ৮১। সভাপতিমণ্ডলীর ১৩ পদ এখনো ফাঁকা আছে। আর সব পদই পূরণ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *