আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী। তিনদিনব্যাপী এই প্রদর্শনী শের-এ-বাংলা নগরের বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় অনুষ্ঠিত হবে।
তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সুনির্দিষ্ট বিষয় বা শিল্প ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এই বিজনেস সফটওয়্যার শোকেস। এবারের প্রদর্শনীতে কেবলমাত্র গার্মেন্টস ও টেক্সটাইলস শিল্পের সফটওয়্যার প্রদর্শন করা হবে। ‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন’ স্লোগানের এই আয়োজনে এবার বেসিসের সদস্যভুক্ত প্রায় ১০টি কোম্পানি তাদের সফটওয়্যার প্রদর্শন করবে।
কোম্পানিগুলো হচ্ছে – অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, লেক্সিনার সলিউশন্স, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া সফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর কারওয়ান বাজারের বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, বেসিস স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিজনেস সফটওয়্যার শোকেসের আহ্বায়ক রাশেদ কামাল, কো-চেয়ারম্যান গোপাল দেবনাথসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা।
বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল বলেন, একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই এই আয়োজন।
বিজনেস সফটওয়্যার শোকেসের আহ্বায়ক রাশেদ কামাল বলেন, বেসিস বছর জুড়ে প্রায় প্রতিমাসেই এ ধরনের আয়োজন করে আসছিল। গত কয়েক মাস বিরতিতে আবারও ধারাবাহিকভাবে এই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১১, ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এ বিজনেস সফটওয়্যার প্রদর্শনী দর্শকদের জন্য উম্মুক্ত থাকবে। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.basis.org.bd/bss ওয়েবসাইটে।
