আরও একবার মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাঘুষো, নয়া মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী নাজমা হেফতুল্লাকে। তাঁর কাজে অখুশি হয়েই হেফতুল্লাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় আনা হতে পারে মুক্তার আব্বাস নাকভিকে। মোদীর মন্ত্রিসভায় দ্বিতীয় সংখ্যালঘু প্রতিনিধি তিনি। বর্তমানে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে রয়েছেন নাকভি। তবে নাজমাকে সম্মানজনক ভাবে সরানো হবে বলেই সরকারি সূত্রের খবর।
সংখ্যালঘু মন্ত্রণালয় থেকে সরানোর পর কোনও রাজ্যে রাজ্যপাল পদে তাঁকে নিয়োগ করা হবে।বর্তমানে পঞ্জাব, অসম, বিহার, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ফাঁকা পড়ে রয়েছে রাজভবন। তবে রিপোর্টে অন্য একটি বিষয়ও উঠে এসেছে। বলা হচ্ছে, জোট জট কাটিয়ে মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর কেন্দ্রে পুরনো শরিককে আরও জায়গা করে দিতে চাইছেন নরেন্দ্র মোদী।