জমি দখলকে কেন্দ্র করে মাগুরায় ঋষি পল্লীতে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতা জাফর ও তার সমর্থকরা।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় কয়েকটি ঋষি পরিবারের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন, রিতা রানী (৪৫), নয়ন সরকার (১৯), বিশ্বজিৎ (৪৯), রিনা রানী (৪০) ও সুশিল (৫০)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে রিতা রানীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বিনোদপুর গ্রামের বিএনপি নেতা জাফর আলী ঋষি পল্লীর অধিবাসি সুশিল সরকারেরকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ সময় তারা এলোপাথাড়ি কুপিয়ে মহিলাসহ ১০ জনকে আহত করে।
এদিকে ঋষি পল্লীতে গিয়ে দেখা গেছে সবার মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কেউ এ বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না। ঘরে বৃদ্ধ নারী ও শিশুরা থাকলেও পুরুষদের কাউকে দেখা যায়নি। তারা আবারো হামলার আশঙ্কা করছেন বলে জানা গেছে।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তা ছাড়া কোনো অভিযোগ না হওয়ায় কাউকে আটকও করা হয়নি।’