বগুড়ার শাজাহানপুরে বিশেষ কায়দায় আমের কার্টনে ফেনসিডিল পরিবহনের সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বি-ব্লক ওভার ব্রীজের নিচ থেকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে এ তল্লাশি চালানো হয়।
গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বারাইবোল্লাগাড়ি গ্রামের হরিচন্দ্র রায় ধলুর ছেলে গোবিন্দ চন্দ্র রায় (১৯) এবং একই জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষনপুর গ্রামের চারঘাট গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে সৈয়দ রেজাউল করিম (৪৩)। এ ঘটনায় থানার এসআই রুম্মান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেফতার গোবিন্দচন্দ্র রায় জানান, গত এক সপ্তাহের মধ্যে ফেনসিডিলের দুটি চালান ঢাকায় নিয়েছেন। টাকার জন্য মাদকগুলো তারা শুধু বহন করে থাকেন। টাকা লেনদেন হয় দুই পার্টির মধ্যে। এবারে তারা বিশেষ কায়দায় আমের কার্টনে ভরে এসি গাড়িতে যাচ্ছিলেন।
বগুড়ার শাজাহানপুর থানার এসআই রুম্মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবর, এএসআই ফারুখসহ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার গোবিন্দ এবং রেজাউলকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।