এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের সেরা মুহূর্ত ছিল কোনটি?‌

Slider খেলা

205507_bangladesh_pratidin_toni-kroos

কেউ বলছেন অঘটনের বিশ্বকাপ, কেউ বলছেন অনিশ্চয়তার বিশ্বকাপ। কিন্তু একথা সকলেই মানছেন, চলতি বিশ্বকাপে তথাকথিত হেভিওয়েট দলগুলোকে যেভাবে চাপে রেখেছে, সেটার প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

গ্রুপ লিগের ম্যাচ চলাকালীন একের পর এক উত্তেজক ম্যাচ ও মুহূর্ত উপহার দিয়েছেন তারা। ফিরে দেখা যাক সেসবেরই এক ঝলক। সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান বলছে, সবথেকে বেশি আলোচনা হয়েছে জার্মানির ছিটকে যাওয়া নিয়ে। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে সবথেকে বেশি আলোড়ন পড়েছে। ১৯৩৮ সালের পর এই প্রথম তারা গ্রুপ পর্বে ছিটকে গেল।

তবে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বাছা হয়েছে সুইডেনের বিরুদ্ধে টনি ক্রুজের অবিশ্বাস্য ফ্রি-কিককে। আরও একটি মুহূর্তকে এই বিশ্বকাপের অন্যতম সেরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সার্বিয়ার বিরুদ্ধে সুইৎজারল্যান্ডের জারদান শাকিরির শেষ মুহূর্তের ম্যাচ জেতানো গোল এবং তার পরে ‘‌জোড়া ঈগল’‌ দেখিয়ে মাঠেই উৎসবে মেতে ওঠা।

তালিকায় রয়েছে, ইরানের মিলাদ মোহাম্মদি স্পেনের বিরুদ্ধে ম্যাচে যে বিচিত্র ভঙ্গিতে ডিগবাজিসহ থ্রো-ইনের ঘটনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *