কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছেনসাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তবে ঘরোয়া ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় প্রতিবন্ধকতা নেই।
শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নেমেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টের পর থেকে ব্যাট হাতে নেননি। তিন মাস পর মাঠে ফিরে স্মিথ বুঝিয়ে দিলেন কতটা ক্ষুধার্ত তিনি।
কিং সিটির ম্যাপেল লিফ নর্থ-ওয়েস্ট গ্রাউন্ডে গ্লোবাল টি-২০ কানাডার প্রথম ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই ঝোড়ো ইনিংস খেলেন স্টিভ। টরন্টো ন্যাশনালসের হয়ে খেলতে নেমে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করেন অজি তারকা।
অর্ধশতরানে পৌঁছতে ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। শেষমেশ ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪১ বলে ৬১ রান করে ফাওয়াদ আহমেদের বলে আউট হন স্মিথ।