খালেদার সঙ্গে সাক্ষাৎকারীরা ‘ব্লু ব্যান্ডের’ সদস্য নয়!

রাজনীতি

kaledaঅনলাইন ভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কলের’ সদস্য হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময়কারীরা ওই সংগঠনের সদস্য নয়! বিধি লঙ্ঘনের দায়ে মূল সংগঠন থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা নিজেদেরকে ওই সংগঠনের কর্তা বলে দাবি করছে।

এমন দাবি করেছেন ব্লু ব্যান্ড কল স্টিয়ারিং কমিটির সদস্য যুবরান গাজী। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ব্লু ব্যান্ডের পরিচয়ে মতবিনিময়কে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেন তিনি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবরান গাজী বলেন, ‘ব্লু ব্যান্ড কল একটি নিদর্লীয় অনলাইনভিত্তিক সংগঠন। দেশ গঠনের সুমহান লক্ষ্যে ঐকমত্যের রাজনৈতিক সমঝোতা তৈরির জন্য ২০১১ সালে তরুণদের নিয়ে ব্লুব্যান্ড কল গঠন করা হয়। গঠনের শুরু থেকেই সংগঠনটি তরুণসমাজের মধ্যে ব্যাপক অলোড়ন সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্লু ব্যান্ড কলের প্রথাগত কোনো সাংগঠনিক কমিটি ছিল না। একটি স্টিয়ারিং কমিটির মাধ্যমে এটি পরিচালিত হয়ে আসছে। সংগঠনের গোড়াপত্তনকালে তরুণ প্রজন্মের নেতা মাহী বি. চৌধুরীকে সর্বসম্মতিক্রমে ব্লু ব্যান্ড কলের টিম লিডার নির্বাচন করা হয়।’

যুবরান বলেন, ‘গত ৭ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্লু ব্যান্ড কলের প্রতিনিধি দলের মতবিনিময়ের সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকৃতপক্ষে ব্লু ব্যান্ড কল প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোনো প্রতিনিধি দল প্রেরণ করেনি। সাক্ষাৎকারীদের কেউই ব্লু ব্যান্ড কলের প্রতিনিধিত্ব করেন না।’

তিনি বলেন, ‘বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কোনো যাচাই-বাছাই না করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে উপস্থিত রেখে এমন অনুষ্ঠান করতে পারে, যা সত্যিই দুঃখজনক।’ ব্লু ব্যান্ড কলের নামে সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ করেন তিনি।

যুবরান গাজী রাইজিংবিডিকে বলেন, ‘এই সংগঠনের প্রতিষ্ঠাতা বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। ফয়েজ চৌধুরী নামের একটি ছেলে ২০১২ সালের এই সংগঠনে যোগ দেয়। কিন্তু সংগঠনের বিধি লঙ্ঘনের দায়ে তাকে বের করে দেওয়া হয়। গত ৪-৫ মাস সংগঠনের কোনো কার্যকলাপ না থাকায় এই সুযোগে সে সংগঠনের কর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করছে। ফয়েজ ব্লু ব্যান্ডের কোনো সদস্য নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *