নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে একটি পেট্রোল ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শহরের প্রধান রাস্তাগুলোর একটি লাগোস-ইবাদান এক্সপ্রেসওয়েতে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৫:৩০ এর দিকে এ ঘটনা ঘটে।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
এ ব্যাপারে খবরে বলা হয়, ট্যাংকারটি ‘ব্রেক ফেইল’ করে নিয়ন্ত্রণ হারালে ব্যস্ত রাস্তার ওপর তেল ছড়িয়ে পড়ে, আগুন লেগে যায়। এতে পাঁচটি বাসসহ ৫০টির মত যানবাহনে পুড়ে যায়।
উল্লেখ্য, আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশটিতে সাধারণত সড়কপথে, গাড়ি দিয়ে পেট্রোল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়।