রাশিয়া বিশ্বকাপে ছন্দে ফিরেছে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। প্রথমের দুই ম্যাচ ড্র আর হারের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় লিওনেল মেসির দল।
আর আর্জেন্টাইন ভক্তদের এমন উত্তেজনার মাঝেই দেশটির জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মৃত্যুর গুজব রটে। এ নিয়ে অবশ্য বেশ চটেছেন এই ফুটবল রাজপূত্র।
ম্যারাডোনা মৃত্যুর গুজব রটানো ব্যক্তিকে ধরতে ১০ হাজার ইউএস ডলার পুরস্কার ঘোষণা করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার আইনজীবী।
ম্যারাডোনা বলেন, ‘আমি বেঁচে আছি। এবং বেশ ভালো আছি। ’
ম্যারাডোনার আইনজীবী মোরলা বলছেন, ‘ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যারাডোনাকে মাঠে থাকতে নিষেধ করেছিলেন তার ডাক্তার। তবু ম্যারাডোনা খেলা দেখেন। কারণ দল তার কাছে মায়ের মতো। তিনি মাকে ছেড়ে কোথাও যেতে চান না।
’
উল্লেখ্য, এর আগে হোয়াটসআপ ভয়েস মেসেজে একটি খবরে আর্জেন্টিনার ভাষায় কোনো এক ব্যক্তি বলেন, নাইজেরিয়া ম্যাচের পর ৫৭ বছর বয়সী ম্যারাডোনা হাসপাতালে ভর্তি হন। তারপর হ্যার্টঅ্যাটাক করে মারা গেছেন।
আর মৃত্যুর এই গুজবেই চটেছেন ম্যারাডোনা।