সরকারের চাপে গণমাধ্যম সত্য কথা তুলে ধরতে পারছে না

Slider রাজনীতি

132129Amir_khosru_kalerkantho_pic

সরকারের চাপের মুখে গণমাধ্যম গাজীপুরের নির্বাচন নিয়ে কিছু লিখতে পারেনি এবং দেখাতেও পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এই সরকার গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তারা সত্য কথা তুলে ধরতে পারছে না। তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় যেটুকু দেখাতে পেরেছিল, গাজীপুরে তাও পারেনি।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন: বিপর্যস্ত ভোটের অধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করে নাগরিক অধিকার ফোরাম।

আমির খসরু আরো বলেন, আগামী দিনে আমাদের শপথ দুটি। একটি হলো ‘দেশনেত্রী’ খালেদা জিয়াকে (কারাগার থেকে) মুক্ত করা, অপরটি আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা।

আয়োজক সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মো. নেসারুল হক, ফরিদ উদ্দিন, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *