মাহিন্দ্রা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার পুস্পকুঞ্জ হলে আয়োজিত এক অনুষ্ঠানে মাশরাফিকে মাহিন্দ্রা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়া হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা বাংলাদেশের কন্ট্রি হেড রবিন ভাস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, হেড অব ইন্টারন্যাশনাল অপারেশন্স (দক্ষিণ এশিয়া) সঞ্জয় জাদভ, র্যাংগস মোটরস লিমিটেড-এর এমডি সোহানা রউফ চৌধুরী, আফতাব অটোমোবাইল লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর অমিত ভট্টাচার্য, কর্ণফুলী লিমিটেডের গ্রুপ কো-অর্ডিনেটর ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন রাইমাহ চৌধুরী এবং র্যাংগস অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমো রউফ চৌধুরী।
মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘ব্র্যান্ড হিসেবে মাহিন্দ্রা বাঁধা মোকাবেলা, নতুন সুযোগের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ায় বিশ্বাস করে। এটি আমার ব্যক্তিগত জীবনের একটি মূলমন্ত্র। মাহিন্দ্রা একটি
আন্তর্জাতিক কোম্পানি এবং বাংলাদেশে এর অংশীদার হয়ে সহযোগিতা করতে পেরে আমি গর্বিত। আমি আশা করবো মাহিন্দ্রা বাংলাদেশের গ্রাহকদের সন্তুষ্ট করতে পারবে।’
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের চিফ অব ইন্টারন্যাশনাল অপারেশন্স অরভিন্দ ম্যাথিউ বলেন, ‘মাহিন্দ্রা বাংলাদেশের অগ্রগতির সাথে ২৫ বছর ধরে যুক্ত আছে। আমাদের ব্র্যান্ড ক্যাম্পেইন ‘চলো রে’-এর সাথে এই যাত্রা উদযাপনের এটি আজ আমাদের জন্য একটি গর্বিত মুহূর্ত, যেটি গ্রাহকদের পছন্দ ও জাতির প্রত্যাশাকে কখনোই ভুলে না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফি একটি গর্ব এবং আমরা তাকে পেয়ে গর্বিত’।
অনুষ্ঠানে মাহিন্দ্রা দেশের বাজারে ম্যাক্সিমো এইচডি সিরিজের নতুন একটি পিকআপ উন্মোচন করা হয়।
মহারাষ্ট্রের চাকানে অত্যাধুনিক প্ল্যান্টে প্রস্তুতকৃত মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি সিরিজে এখন ডায়মন্ড হোয়াইট, ডিপ ওয়ার্ম ব্লু এবং লাভা রেড রঙে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা এটি সাড়ে আট থেকে নয় লাখ টাকার মধ্যে কিনতে পারবেন।