রাজপরিবার ছাড়তে যাচ্ছেন জাপানের রাজকুমারী আয়াকো। ভালোবাসার মানুষটির জন্যই বিসর্জন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এ কারণে রাজকীয় সম্মান বিসর্জন দিতে হবে তাকে। এটাই জাপানি রাজপরিবারের প্রথা। জাপানের রাজপরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৭ বছর বয়সী জাপানি এই রাজকুমারীর নাম আয়াকো। রাজকুমারী আয়াকো সমাজ কল্যাণে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
জাপানি রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্রাট আকিহিতোর চাচাতো ভাই এবং প্রয়াত যুবরাজ তাকামোদোর কনিষ্ঠ কন্যা রাজকুমারী আয়াকো। তিনি কেই মোরিয়া নামের এক ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছেন। ১২ আগস্ট তাদের বাগদান। ২৯ অক্টোবর টোকিওর মিজি জিনগু মন্দিরে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাধারণ ঘরের কাউকে বিয়ে করলে জাপানি রাজপরিবারের সদস্যকে রাজকীয় সম্মান বিসর্জন দিতে হয়। রাজকীয় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন তিনি। এটিই জাপানের রাজবংশের নিয়ম।
প্রসঙ্গত, জাপানে গত দুই বছরে এই নিয়ে দুইজন রাজকুমারী সাধারণ ব্যক্তিকে বিয়ে করার ঘোষণা দিলেন।
সূত্র: ডেইলি মেইল