একমাত্র টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

Slider খেলা

090213_bangladesh_pratidin_Bdp-Butler

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশড করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও হারিয়েছে ইংল্যান্ড। ফলে ২৮ রানের হার দিয়ে ইংল্যান্ড সফর শেষ হল বিশ্ব চ্যাম্পিয়নদের।

বুধবার এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন রয় ও বাটলার। মাত্র ৮.৫ ওভারে ৯৫ রানের জুটি গড়েন তারা। মাত্র ৩০ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৬১ রান করে আউট হন বাটলার। অন্য ওপেনার রয় ২৬ বলে ৬টি চারে করেন ৪৪। দ্রুত ফিরেন ওয়েন মর্গ্যান। চতুর্থ উইকেটে জো রুটের সঙ্গে হেলসের ৭২ রানের জুটিতে দুইশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। ২৪ বলে ৪৯ রানে ফিরেন হেলস।

রুট ২৪ বলে ৩৫। দুটি ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। অভিষিক্ত মিচেল সয়েপসন ৩৭ রানে নেন ২ উইকেট।
জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। নবম ওভারে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে অতিথিরা। অধিনায়ক ফিঞ্চ একাই লড়াই করে ৪১ বলে ৬ ছক্কা আর ৭ চারে ৮৪ রান করেন। তাকে রশিদ ফিরিয়ে দেওয়ার পর আর পেরে উঠেনি অতিথিরা। অ্যাগার ফিরেন ২৯ রান করে। দুই ছক্কায় অ্যান্ড্রু টাই করেন ২০ রান।

রান উৎসবের ম্যাচে মাত্র ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *