গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল অনুসারে কাউন্সিলর পদে ৫৭টির মধ্যে (একটি বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিজয়ীদের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন—ওসমান গণি লিটন (ওয়ার্ড ১), মোন্তাজ উদ্দিন আহম্মেদ (২), সাইজুদ্দিন মোল্লা (৩), রফিকুল ইসলাম (৪), দবির সরকার (৫), মীর মোহাম্মদ আসাদুজ্জামান তোলা (৬), কাওসার আহম্মেদ (৭), সেলিম রহমান (৮), নাসির উদ্দিন মোল্লা (৯), দেলোয়ার হোসেন দুলাল (১০), আবুল কালাম আজাদ (১১), আব্বাস উদ্দীন (১২), খোরশেদ আলম সরকার (১৩), ফয়সাল সরকার (১৫), মোসলেম উদ্দিন চৌধুরী (১৬), রফিকুল ইসলাম (১৭), আব্দুল কাদির (১৮), ফারুক আহম্মেদ (২১), মোশাররফ হোসেন (২২), মঞ্জুর হোসেন (২৩), রফিকুল ইসলাম (২৪), মজিবুর রহমান (২৫), হান্নান মিয়া (২৬), জাবেদ আলী জবে (২৭), হাসান আজমল ভূইয়া (২৮), শাজাহান মিয়া (২৯), আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩৫), মুনীরুজ্জামান (৩৮), শেখ আজিজুর রহমান (৪০), মোমেন মিয়া (৪১), আব্দুস সালাম (৪২), আসাদুর রহমান কিরণ (৪৩), শাহ আলম রিপন (৪৫), নুরুল ইসলাম নুরু (৪৬), সাদেক আলী (৪৭), আব্দুল মোমেন (৪৮), কাজী আবু বকর সিদ্দীক (৫০), আব্দুল আলীম মোল্লা (৫২), নাসির উদ্দীন মোল্লা (৫৪), আবুল হোসেন (৫৬) ও গিয়াস উদ্দিন সরকার (৫৭)।