দেশে মানুষের গড় আয়ু এখন ৭২ বছর

Slider জাতীয়

123164_old
ঢাকা: এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭ মাস ২০ দিন বেড়ে ৭২ বছর হয়েছে। যা ২০১৬ সালে ছিলো ৭১.৬ বছর। পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি।

বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস। বুধবার রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে আমরা সার্বিক বিষয় অর্জন করছি। দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *