প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে জয়। এতে শেষ ষোলোর আশা টিকে থাকলেও জার্মানির সামনে অনেক জটিল সমীকরণ রয়েছে।
সেই সমীকরণ মাথায় নিয়েই আজ বুধবার রাত ৮টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
আগের দুই ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া একটিতেও জিততে না পারলেও নিজেদের গতিময় ফুটবল দিয়ে প্রতিপক্ষকে মোটেই ছেড়ে কথা বলেনি। আর সেই বিষয়টি নিয়েই জোয়াকিম লো’য়ের শিষ্যরা চিন্তিত। বিশেষ করে কোরিয়ার টটেনহ্যাম হটস্পারের তারকা উইঙ্গার সন হেয়াং-মিনের ফর্ম নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিদের।
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারানো জার্মানি দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায়। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও টনি ক্রুসের শেষ মুহূর্তের ফ্রি-কিকে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।
কাজানে অনুষ্ঠিতব্য এফ-গ্রুপের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া সত্বেও জার্মানিকে দুইয়ের অধিক গোলের ব্যবধানে হারাতে পারলে দক্ষিণ কোরিয়ার সামনেও পরের রাউন্ডে যাবার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে অপর ম্যাচে সুইডিশদের হারাতে হবে মেক্সিকোকে।