ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।
আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুরে আরো একটি কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনেও নির্লজ্জভাবে একের পর এক ভোট ডাকাতি করছে। এর মাধ্যমে তারা নির্বাচনীব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করছে। খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুরে নির্বাচনের ফল নিজেদের পক্ষ নিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করে না। স্থানীয় সরকার নির্বাচনে আবারো তার প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে উপস্থিত আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।