আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে স্পেনে আলোচনা সভা

Slider বিচিত্র

101444_bangladesh_pratidin_AL_sapin_bdp

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন। ২৫ জুন মাদ্রিদের ঢাকা ক্যাফে রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এস আই আর রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান এবং যুগ্ম সম্পাদক আজম কালের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাকির হুসেন, সহ-সভাপতি জাকির হুসেন, আইউব আলি, আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম, আলমগির হুসেন, সাংগঠনিক সম্পাদক দবির তালুকদার ও রফিক খান ,দফতর সম্পাদক বেলাল আহমেদ দিদারুল আলম, শিপন প্রমুখসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল, আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। বাংলাদেশের কাদা-মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষের কাফেলা। আওয়ামী লীগ মানেই জাতির অর্জন, সমৃদ্ধি আর সম্ভাবনার স্বর্ণালি দিন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবারও জয়যুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *