প্রযুক্তি প্রেমী এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না, যারা ভিডিও গেমস খেলেননি বা এ সম্পর্কে জানেন না। টেলিভিশনে ভিডিও গেমসের সেই যাত্রা থেকেই পরবর্তীতে এখন কম্পিউটার, অনলাইন গেমস বা মোবাইল গেমস। পাশাপাশি ভিডিও গেমসের জনপ্রিয়তা এখন বলা চলে আরো বেশি।
অনেকেই জানেন না, ভিডিও গেমসের জনক হচ্ছেন রালফ এইচ. বেয়ার। রবিবার মারা গেলেন ভিডিও গেমসের জনক রালফ এইচ. বেয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৬০ সালে ব্রাউন বক্স নামের প্রথম ভিডিও গেইম ব্যবস্থা তৈরি করেন বেয়ার। যা ঘরে বসেই খেলা সম্ভব ছিল। ব্রাউন বক্সের বাজারজাতকরণ নিয়েও কাজ করেন বেয়ার। তার এ উদ্ভাবন প্রযুক্তিসহ টেলিভিশন খাতেও বড় ধরনের পরিবর্তন আনে।
ব্রাউন বক্স তৈরির জন্যই রালফ এইচ. বেয়ারকে ভিডিও গেমসের জনক বলা হয়। তিনি ছিলেন একাধারে প্রকৌশলী, উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তা।