বগুড়ায় সৈয়দ আশরাফের বিরুদ্ধে মামলা

বাংলার আদালত

ashraf_2আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে।
বগুরার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম মঙ্গলবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন।

সৈয়দ আশরাফ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় মামলাটি দায়ের করেন জাহাঙ্গীর আলম।

মামলার বাদী জাহাঙ্গীর আলম আদালতে সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে সমন জারির আবেদন করেছেন। দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে মামলার সাক্ষী করা হয়েছে।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ১১ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্টমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’ বলে আখ্যায়িত করেন। এতে দেশের সব মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন তিনি। জাতি হিসেবে আমরা দেশে ও বহির্বিশ্বে অসম্মানিত হয়েছি বলে তিনি উল্লেখ করেছেন।

এই মন্তব্যে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ ও দেশের মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ম করা হয়েছে। বাদীর মর্যাদা ও মান-সম্মান হানিসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের বিঘ্ন ঘটেছে। এ ছাড়া এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনীতি ক্ষতির সম্মুখিন হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, সৈয়দ আশরাফুল ইসলামের অহেতকু মন্তব্যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে। এতে উভয় দেশের জনগণের মানসিক, সামাজিক ও আত্মিক সংকটের সৃষ্টি হয়েছে। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *